রোকনুজ্জামান কুষ্টিয়া: উচ্চ ফলনশীল উফশী পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় কুষ্টিয়ার ভেড়ামারার প্রকৃত পাটচাষীদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলা অডিটরিয়ামে অনুষ্টিত দিনব্যাপী প্রশিক্ষন সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, কুষ্টিয়া কৃষি সম্প্রসারন অদিদপ্তরের প্রশিক্ষন অফিসার ফজলুল হক, ভেড়ামারা উপজেলা কৃলি অফিসার তৌফিকুর রহমান, কুষ্টিয়া পাটবীজ’র মুখ্যপরিদর্শক সোহরাব উদদ্দীন, উপ পরিচালক পাটবীজ আব্দুল কাদের, ভেড়ামারা পাট উন্নয়ন কর্মকার্তা মামুনার রশিদ, ভেড়ামারা উপজেলা পাট উন্নয়ন কর্মকতা বেলাল হোসেন, মিরপুর উপজেলা র উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকতা জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পাট আমাদের জতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রাখছে। পাট চষ করে সময় মত কর্তন করে পচন করা গেলে অধিক ফলন পাওয়া যায়। পাট চাষের উপর অধিক জোর দিয়ে পাটের উৎপাদন বাড়ানোর আহবান জানান বক্তারা।
Discussion about this post