রানী মুখার্জী! ছবি দেখলে চমকে যেতে হয়। ভোগ ম্যাগাজিনের জন্য এমনই ফটোশ্যুট করেছেন রানী। ওজন ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম রানী। রানীর ওই মোহময়ী রূপ দেখা যাবে ম্যাগাজিনের আসন্ন অগস্ট সংখ্যায়।

গত বছর মর্দানি ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল রানীকে। সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছিল। এরপর রানীর এই নতুন রূপ দেখে প্রশংসা না করে পারা যাচ্ছে না। ফটোশ্যুটে দারুন সাহসী ও গ্ল্যামারাস রানী।

ফটোশ্যুটে ইতালিয় ডিজাইনার ডোলস অ্যান্ড গাব্বানার কস্টিউম পরেছেন রানী। সঙ্গে নয়া হেয়ার স্টাইল আর লাল লিপস্টিকে যৌন আবেদনে ভরপুর রানী।

এর কিছুদিন আগেই ২১ জুলাই ভোগ বিউটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দেখা গিয়েছিল রানীকে। ডিজাইনার সব্যসাচীর কালো পোশাক পরেছিলেন তিনি। কিন্তু এর কয়েকদিনের মধ্যেই তাঁর যে নয়া লুক দেখা গিয়েছে তা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন অনেকেই।”ABP Ananda




Discussion about this post