ফরিদ মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি ॥ যে কোন সময় ভেঙ্গে পরতে দেলদুয়ার-টাঙ্গাইল সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংলগ্ন দেলদুয়ারের ঝুাঁকিপূর্ণ এই ব্রিজটি। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক নির্মিত এই ব্রিজটির উভয় পাশের গার্ডারে দীর্ঘদিন আগে থেকেই মারাত্মক ফাটল দেখা দিয়েছে।
আর তাই যে কোন সময় ব্রিজটি ভেঙ্গে পরে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। মরণফাঁদে পরিণত হওয়া এই ব্রিজের উপর দিয়েই বাস, ট্রাক, সিএনজি সহ সকল প্রকার যানবাহন চলাচল করছে।
ব্যস্ততম এই সড়কের উপর দিয়েই সরকারি, বেসরকারি ও সাধারণ মানুষ যাতায়াত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজর পরছেনা।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী খ. ম. ফরহাদ হোসাইন বলেন, বিষয়টি উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগকে লিখিত ভাবে অবহিত করা হয়েছে।
আর সাধারণ মানুষ মনে করছে ব্রিজটি দ্রুত পূনরায় নির্মাণ করলে ধসে পরে বড় ধরণের যে দূর্ঘটনার সম্ভাবনা দেখা দিয়েছে তা থেকে মুক্তি পাবে উপজেলাবাসী।
Discussion about this post