বিয়ের ১২ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের মা হয়েছেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আরজিনা বেগম (৩০)।
আরজিনার স্বামী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের শেরেকুল ইসলাম জানান, ১২ বছর আগে তিনি আরজিনাকে বিয়ে করেন। তাদের সংসারে কোনো সন্তান ছিল না। একপর্যায়ে আরজিনা সন্তান সম্ভবা হন। মঙ্গলবার বিকেলে আরজিনার প্রসব বেদনা উঠলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম দেন আরজিনা।
তিনি আরো জানান, একই সঙ্গে সন্তানের জন্ম হওয়ায় তিনি ও তাদের পরিবারের সবাই খুশি।
বুধবার দুপুর ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক ডেইজি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আরজিনা যখন হাসপাতালে ভর্তি হন তখন তার শারীরিক অবস্থা অস্বাভাবিক ছিল। তাকে পরীক্ষা-নিরীক্ষা করে রাতে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম দেন তিনি। মা ও নবজাতকরা সুস্থ রয়েছে।




Discussion about this post