
ঢাকা: আমাদের মাঝে আর বেঁচে নেই জনপ্রিয় মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। শুক্রবার রাতে মারা গেছেন সকলের প্রিয় এই মানুষটি। তিনি কেবল সেরা নন, সেরাদের সেরা বা গ্রেটেস্ট। কেবল বক্সিং রিংয়ে নয়, তিনি নিজের জীবনের নানা ক্ষেত্রে এই সত্য প্রমাণ করে গেছেন। অন্য মুষ্টিযোদ্ধার লড়াই করেছেন নিজেদের নাম যশ আর খ্যাতির জন্য। কিন্তু মোহাম্মদ আলীর লড়াই ছিল বর্ণবাদের বিরুদ্ধে মানবতাকে প্রতিষ্টার লড়াই। এই লড়াইয়ে তিনি দারুণভাবে সফল হয়েছেন। তার জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত নিয়ে এই ফটো ফিচার











Discussion about this post