সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগর এলাকায় মানবপাচারের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, মালয়েশিয়ায় সাগর থেকে ৭৩৮ জন বাংলাদেশিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী বলেন, “বিশ্বের বিভিন্ন দেশ, বিশষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত ও বসবাসরত রোহিঙ্গারা পরিচয় গোপন করে অনেক আগে থেকেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশ করছে। এসব রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের পাসপোর্ট বাতিলসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “মানব পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। মানবপাচারকারীদের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা প্রদান করা হয়েছে।”
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের সদস্য সংখ্যা হওয়ায় সরকার গত মেয়াদে প্রায় ৩২ হাজার সদস্য বৃদ্ধি করেছে। এ বাহিনীতে আরও ৫০ হাজার জনবল বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
বেগম হোসনে আরা লুৎফা ডালিয়ার প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দায়ে সাজাপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে টাস্কফোর্সের কার্যক্রম অব্যহত রয়েছে। বিদেশে পলাতক ছয় আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারি করা হয়েছে। ইন্টারপোলের সদস্য দেশগুলির কাছে পলাতক আসামি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করা হয়েছে।
নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মহমুদ আলী বলেন, বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনী বর্তমানে জাতিসংঘের ১০টি শান্তি মিশনে দায়িত্ব পালন করছে। লাইবেরিয়া, আইভোরি কোস্ট, মালি, কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, সুদান, পশ্চিম সাহারা লেবানন এবং হাইতিতে বাংলাদেশের শান্তিরক্ষীরা রয়েছে।
Discussion about this post