কর্ণফুলী নদীতে মাছ ধরার তিনটি জাহাজে অভিযান চালিয়ে ১৫০ টন জাটকা ইলিশ আটক করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। জাটকা থাকার খবরে মাঝ নদীতে পুরো তিনটি জাহজেই বুধবার রাতে র্যাবের পাহারা বসিয়েছিলো জেলা প্রশাসন।
বুধবার সন্ধ্যায় থেকে গভীর রাত পর্যন্ত অভিযানে ‘এফভি নাজ মঈন’, ‘রিলায়েন্স-১’ ও ‘সানিয়া-২’ নামে জাটকা ভর্তি জাহাজ তিনটি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর। সহযোগিতা করছে র্যাব, নগর পুলিশ ও চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর বলেন, ‘আমাদের কাছে খবর ছিল সাগর থেকে ফেরা জাহাজ গুলোতে বিপুল পরিমান জাটকা ইলিশ আছে। গত পনের দিন সাগরে মাছ ধরে গতকাল রাতে চট্টগ্রামে ফিরছিল জাহাজ তিনটি। রাতে জাহাজ গুলো সিলগালা করে পাহারার দায়িত্ব দেয়া হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের। সকালে জাটকা গুলো জাহাজ থেকে নামানো হয়েছে।’
তিনটি জাহাজ থেকে ১৫০ টন জাটকা ইলিশ আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ‘এফভি নাজ মঈন’ থেকে ৫০ টন, ‘রিলায়েন্স-১’ থেকে ৩০ টন ও ‘সানিয়া-২’ থেকে ৭০ টন জাটকা ইলিশ আটক করা হয়। এ তিন জাহাজে বিপুল মাছ রয়েছে। যার মোট পরিমান প্রায় চারশ টন। এর মধ্যে ১৫০ টন জাটকা ইলিশ বলে সনাক্ত করা হয়েছে। জাটকা গুলো বিভিন্ন উপজেলার এতিমখানায় বিলি করা হবে। অন্যান্য মাছ মালিক পক্ষ নিয়ে যেতে পারবেন। তবে জব্দ করা জাহাজ তিনটি বাজেয়াপ্ত করে নিলামে তোলা হবে।’
এসময় জিজ্ঞাসাবাদ ও জাহাজ দেখাশোনার জন্য জাহাজ তিনটির পাহারাদার ও বাবুর্চিসহ নয়জন মজুরকে আটক করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।




Discussion about this post