নিজস্ব প্রতিবেদক: এনডিএম (ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট) কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ রবিবার এ সংক্রান্ত রুলের চুড়ান্ত শুনানী শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. আশরাফুল কামাল এ রায় দেন।
নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে রায়ে বলা হয়েছে, রায়ের কপি পাওয়ার ১৫দিনের মধ্যে এনডিএম-কে নিবন্ধন দিতে হবে। আদালতে এনডিএম-এর পক্ষে ছিলেন আইনজীবি আখতার ইমাম ও রাশনা ইমাম।
এনডিএম-এর নিবন্ধন বাতিল হওয়ার পর তা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন দলটির করেছিলেন চেয়ারম্যান ববি হাজ্জাজ। শুনানী নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। আজ শুনানী শেষে এ রায় ঘোষণা করেন আদালত।
Discussion about this post