বিডি ল নিউজঃ

ইনদওর: ফের বিতর্কে সলমন খান। এ বার জলকর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে বলিউডের এই বিতর্কিত তারকার বিরুদ্ধে। তবে মুম্বইয়ে নয়। ইনদওর পুরসভা সলমন ও তাঁর বাবা সেলিম খানের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছেন।
ইনদওরের ওল্ড পালাসিয়া এলাকায় সলমনদের পৈতৃক সম্পত্তি রয়েছে। সেখানেই জন্মেছিলেন তিনি। ইনদওর পুরসভার (আইএমসি) একটি সূত্র জানাচ্ছে, ২০০৬ সাল থেকে প্রায় ২৫ হাজার টাকা কর বাকি রয়েছে খান পরিবারের তরফে। ২০১৪ সালে পুরসভার তরফে একটি নোটিস পাঠানো হয়েছিল সলমন ও তাঁর বাবার নামে। তখন বলা হয়েছিল, প্রায় ২৩ হাজার টাকা জলকর বাকি রয়েছে তাঁদের। কিন্তু এখনও পর্যন্ত কেউ তার কোনও জবাব দেয়নি বলে অভিযোগ। করের পরিমাণ এ বছর বেড়ে হয়েছে ২৫ হাজার তিনশো একুশ টাকা। আইএমসির কমিশনার রাকেশ সিংহের কথায়, ‘‘সলমন তো আ পাঁচটা করদাতার মতোই। সেলিব্রিটি মানে তো এই নয় যে, যে কেউ কর ফাঁকি দিতে পারে। কারও যদি কর দেওয়া বাকি থাকে, তা হলে তাঁকে সেই টাকাটা দিতেই হবে।’’
তবে গুল্লু মির্জা নামে ইনদওরে সলমনদের এক আত্মীয় দাবি করেছেন, তাঁদের পরিবারের কারও কোনও কর বাকি নেই। নইম খান নামে অপর এক আত্মীয়ের দাবি, তিনি সেলিম খানের থেকে বেশ কিছু সম্পত্তি কিনেছেন। কিন্তু পুরসভায় এখনও নাম পরিবর্তন হয়নি। আর তা থেকেই যত বিতর্ক হচ্ছে। অন্য দিকে পুরসভার দাবি, যে পরিষেবা নম্বরের ভিত্তিতে জলকর ফাঁকির অভিযোগ উঠেছে সেই সম্পত্তির মালিকানা সলমন ও তাঁর বাবার নামেই রয়েছে। ফলে কর মেটানোর দায়িত্ব তাঁদেরই নিতে হবে।
সৌজন্যে আনন্দবাজার পত্রিকা
Discussion about this post