
বিডি ল নিউজঃ ১৯৮৫ সালে ‘অ্যাডভেঞ্চার অফ টারজ়ান’ নামে একটি ছবি রিলিজ় হয়েছিলো বলিউডে। সেখানে টারজ়ান আর জেনের ভূমিকায় অভিনয় করেছিলেন হেমন্ত বিরজে ও কিমি কাটকর। আটের দশকের তুলনায় ‘অ্যাডভেঞ্চার অফ টারজ়ান’ ছিল বেশ সাহসী। সেই ছবিরই সিক্যুয়েল হতে চলেছে এটি। জেনের ভুমিকায় থাকছেন বলিউডের এ সময়ের সেরা আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন।
সাহসের অভাব যে এই ছবিতেও হবে না, তা স্টার কাস্টেই বেশ বোঝা যাচ্ছে। রানার সঙ্গে এর আগে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ করেছেন সানি। ফলে মনে হচ্ছে টারজ়ান করার সময় দু’জনেই বেশ সাবলীল থাকবেন।
টারজানের এই ছবিটির নামও হতে পারে ‘অ্যাডভেঞ্চার অফ টারজ়ান’। ছবিটি পরিচালনা করার কথা রয়েছে সোহম শাহ’র। এর আগে তিনি ‘কাল’ ও ‘লাক’ পরিচালনা করেছেন।”লেটেস্টবিডিনিউজ
Discussion about this post