নির্দেশনাটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, দহগ্রাম-আঙ্গরপোতাসহ বাংলাদেশের মূল ভূ-খণ্ডে ১১১টি ছিটমহল অন্তর্ভুক্ত হয়েছে। এ অঞ্চলের অধিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য তাদের আর্থিক সেবা প্রাপ্তি নিশ্চিত করতে ১০টাকা জমা নিয়ে ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই এলাকার নিকটবর্তী ব্যাংক শাখার মাধ্যমে এ হিসাব খুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে হিসাব খোলা ও পরিচালনার জন্য কোনো সার্ভিস চার্জ নেওয় যাবেনা।
একই সঙ্গে সদ্য বিলুপ্ত হওয়া ছিটমহলবাসীর হিসাব নামে নির্ধারিত ছকে তিন মাস পরপর এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথাও বলা হয়েছে ওই প্রজ্ঞাপনে।
এর আগে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ১০টাকায় ব্যাংক হিসাব খোলার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।




Discussion about this post