
বিডি ল নিউজ: আবারও কি ক্রিকেট মাঠে দাপট দেখাবেন ম্যাকগ্রা, ফ্লিন্টফরা? এমনটাই উদ্যোগ ক্রিকেটের দুই প্রাক্তন মহাতারকা সচিন তেন্ডুলকর এবং শ্যেন ওয়ার্নের। এবার ‘বুড়ো’দের টি-২০ প্রতিযোগিতা চালু করতে চলেছেন তাঁরা। সূত্রের খবর, প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়েই এই প্রতিযোগিতা হবে। অসমর্থিত সূত্রের খবর, প্রায় সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলবে ওই ক্রিকেট অলস্টার লিগ। এ জন্য ২৮ জন প্রাক্তন ক্রিকেটারকে ম্যাচ পিছু ২৫ হাজার মার্কিন ডলারে চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। টুর্নামেন্টে ১৫ টি ম্যাচ খেলা হবে। এই লিগের জন্য আমেরিকাকে বেছে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নিউইয়র্ক, লসঅ্যাঞ্জেলেস এবং শিকাগো-র মতো মার্কিন শহরগুলিতে এই খেলা হবে। আগামী সেপ্টেম্বর থেকে এই লিগ শুরু হওয়ার কথা।
যে সব প্রাক্তনীর সঙ্গে এই লিগে খেলার জন্য যোগাযোগ করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ব্রেট লি, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা এবং ইংল্যান্ডের মাইকেল ভন, অ্যান্ড্রু ফ্লিন্টফ এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।
অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, প্রাক্তন ক্রিকেটারদের একটি একপৃষ্ঠার চুক্তিপত্র দেওয়া হয়েছে। এতে বিজনেস ক্লাসে ভ্রমণের সুবিধা এবং চুক্তি করলেই ১০ হাজার ডলার দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।
ওয়ার্ন বর্তমানে ব্রিটেনে রয়েছেন। তিনি পুরোদমে লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে।কিছুদিন আগেই ওয়ার্ন সচিনের সঙ্গে ব্যবসায় নামার কথা ঘোষণা করেছিলেন।
উল্লেখ্য, ভারতের এসেল গ্রুপ আইসিসি-র পাল্টা একটি সংস্থা গঠনের পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। এরই মধ্যে অলস্টার লিগের পরিকল্পনা প্রকাশ্যে এল। এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক আধিকারিক জানিয়েছেন, চলতি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ব্যবহার না করে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর উদ্যোগে অসুবিধার কিছু নেই।”এবিপি আনন্দ
Discussion about this post