বিডি ল নিউজঃ
দুই পর্দায় সমানতালে এখন কাজ করছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে আসা গ্ল্যামারাস অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে কয়েক মাস টানা ছবির শুটিং নিয়েই কেটেছে তার সময়। ছোট পর্দায় কাজ করলেও ধারাবাহিক নাটকে তেমন আগ্রহ নেই তার। কারণ, সময় বেশি দিতে হয়। ধারাবাহিক করে পাশাপাশি বড় পর্দায় কাজ করাটা বেশ কঠিন। এ কারণেই মূলত এক ঘণ্টার নাটকই করছেন বেশি। সম্প্রতি ‘সে তোমাকে ভালবাসে’ নামের এক ঘণ্টার একটি নাটকের শুটিং করেছেন মৌসুমী। এখানে সজলের বিপরীতে দীর্ঘদিন পর অভিনয় করেছেন এ অভিনেত্রী। এর বাইরে আরও কয়েকটি এক ঘণ্টার নাটকও রয়েছে তার হাতে। অন্যদিকে মৌসুমী গত বছর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ‘জালালের পিতাগণ’-এর কাজ অনেক আগেই শেষ করেছেন তিনি। গত বছরের মাঝামাঝিতে টানা শুটিং করে শেষ করেছেন অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবির কাজ। এখানে আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। সঙ্গে রয়েছেন ববিও। খুব শিগগিরই এ দুটি ছবি মুক্তির কথা রয়েছে। অন্যদিকে সাফিউদ্দিন সাফির দুটি ছবিতে কাজ করছেন এ অভিনেত্রী। এর একটি হলো ‘ব্ল্যাকমানি’ এবং অন্যটি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’। এর মধ্যে ‘ব্ল্যাকমানি’র কাজ সম্প্রতি শেষ হয়েছে। এখানে সাইমনের বিপরীতে দেখা যাবে মৌসুমীকে। অন্যদিকে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ ছবিতে শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন তিনি। ছবির বেশ কিছু অংশের শুটিংও হয়েছে। এছাড়া ‘লুকোচুরি’ ছবিতে আইটেম কন্যারূপেও দেখা যাবে মৌসুমীকে। সব মিলিয়ে ছোট পর্দার এক ঘণ্টার নাটক ও চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন মৌসুমী হামিদ। অবসর সময় একদমই পাচ্ছেন না। এ বিষয়ে মৌসুমী বলেন, আমি ব্যস্ততা পছন্দ করি। তবে মাঝেমধ্যে অনেক ক্লান্ত মনে হয়। নিজেকে একটু সময় দিতে পারলে কাজ আসলে অনেক ভালভাবে করা যায়। তবে সেই অবসর নেই আপাতত। আমি যে ক’টি ছবিতে অভিনয় করেছি সেগুলো নিয়ে আশাবাদী। কারণ, নিজেকে একজন পরিপূর্ণ নায়িকা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা ছবিগুলোতে আমার ছিল। আর এক ঘণ্টার বেশ কিছু নাটকও করছি। তবে খুব বেছে বেছে। ছোটপর্দা হোক আর বড় পর্দা হোক, এমন কাজ করতে চাই যেন দীর্ঘদিন মানুষ মনে রাখে।
Discussion about this post