আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও বরগুনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে নির্বাচন কমিশনে (ইসি)। এছাড়া পাবনা-২ আসনের এমপি খন্দকার আজিজুল হক আরজুর বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।
এমপি রিমন গত ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনেও আচরণবিধি ভঙ্গ করেছিলেন। পরে নির্বাচন কমিশন তাকে শোকজ করলে তিনি ক্ষমা প্রার্থনা করে দুঃখ প্রকাশ করেন।
ইসি’র সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন আলোচনায় বসেছিলো। ওই দুই এমপিকে সতর্ক করে এলাকা ছাড়ার নির্দেশ দিতে পারে ইসি।
এদিকে, ফেনীর পরশুরামে ক্ষমতাসীন দলের সমর্থকদের দ্বারা বিরোধীরা মনোনয়নপত্র দাখিলে বাধাপ্রাপ্ত হওয়ায়, একদিন সময় বাড়ায় নির্বাচন কমিশন। এখানে গত ০২ মার্চ ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। সেখানে নির্বাচন কমিশন একদিন সময় বাড়িয়ে ০৩ মার্চ পর্যন্ত সুযোগ সৃষ্টি করে। কিন্তু পরশুরামের তিনটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের মনোনয়নপত্র জমা পড়েনি। এক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে কিনা, বুধবার (০৯ মার্চ) এ সিদ্ধান্ত নেবে ইসি। এক্ষেত্রে ওই উপজেলার ইউপিগুলোর নির্বাচন স্থগিতও হতে পারে। ইউপি তিনটি হলো- চিথিলা, বক্সমাহমুদ ও মির্জানগর।
এর আগে, প্রথম ধাপের ফুলগাজীতেও একই ধরনের অভিযোগের প্রেক্ষিতে পুরো উপজেলার ৬টি ইউপি নির্বাচন স্থগিত করে ইসি। প্রথম ধাপে ৬২ জন আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আগামী ২২ মার্চ প্রথম ধাপের ৭৩২টি ইউপি ও ৩১ মার্চ ৬৪৭টি ইউপিতে ভোটগ্রহণ করবে ইসি।




Discussion about this post