গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার (৪ জানুয়ারি) ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হায়দার আরাফুজ্জামান গণমাধ্যমকে জানান, এমপি লিটনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনকে আটক করা হলো।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তাদের নামপরিচয় জানায়নি ওসি।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন এমপি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন।




Discussion about this post