গতকালই ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখ খানের প্রবেশের ওপর নিষেধাক্ষা তুলে নিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। আর এজন্য এমসিএ-কে ধন্যবাদ জানালেন শাহরুখ। টুইটারে শাহরুখ লিখেছেন, ‘আমার শ্বশুর মহাশয় বুঝিয়ে দিয়েছেন, কে ঠিক আর কে ভুল, এখন তা অপ্রাসঙ্গিক। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এমসিএ আমার প্রতি যে বদান্যতা দেখিয়েছে তার জন্য ধন্যবাদ’।
এমসিএ-র সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষও৷ কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরের ট্যুইট, শাহরুখের উপর থেকে এমসিএ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আমরা কৃতজ্ঞ৷ এরপর ওয়াংখেড়েতে আমরা যখন ম্যাচ খেলব, তখন শাহরুখ নিশ্চয়ই স্টেডিয়ামে থেকে আমাদের উদ্বুদ্ধ করবেন৷
২০১২-তে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের বিরুদ্ধে ধাক্কাধাক্কি ও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করা হয়। ওই দিন ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জেতে কেকেআর। ম্যাচ শেষে কয়েক জন বাচ্চাকে নিয়ে মাঠের ভিতরে ঢুকতে গেলে এমসিএ-কর্তারা তাঁকে বাধা দেন। অভিযোগ, সেই সময় সংস্থার সাপোর্টিং স্টাফদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নাইট রাইডার্সের মালিক শাহরুখ। আরও অভিযোগ, অশ্লীল শব্দ প্রয়োগ করেন তিনি। পাল্টা অভিযোগ আসে কেকেআর শিবির থেকেও। শাহরুখের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। তাঁর আচরণের প্রতি ‘রুষ্ট’ হয়ে ওয়াংখেড়েতে প্রবেশের উপর পাঁচ বছর নিষেধাজ্ঞা জারি করে এমসিএ।গতকাল এমসিএ তিন বছরের ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।”এবিপি আনন্দ




Discussion about this post