বিডি ল নিউজঃ রবিবার রাত ৯টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার বাসভবন প্রেসিডেন্ট পার্কে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, জাসদ নেত্রী শিরিন আখতার ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে ঘন্টাব্যাপী ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা বন্ধ এরশাদের সংলাপের চিঠি ও শ্রমিকদের নানা দাবির বিষয়ে এরশাদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী ঐক্যজোটের নেতারা স্যারের সঙ্গে দেখা করে সহিংসতা বন্ধে জাতীয় পার্টির উদ্যোগের প্রশংসা করেছেন। ৩০ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে জোটটি। সেখানে তারা স্যারের সহযোগিতা চেয়েছেন।
তবে বারিধারার বৈঠক সূত্রে জানা গেছে, এরশাদের সঙ্গে বৈঠকে এফবিসিসিআইয়ের কয়েকজন শীর্ষ ব্যবসায়ীও উপস্থিত ছিলেন।




Discussion about this post