নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় খাদ্য গুদাম থেকে পাচারের সময় আটটি ট্রাক ভর্তি ১১৫ টন চাল ও আটা জব্দ করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। এসময় গুদামের ব্যবস্থাপক হুমায়ুন কবির ও ইনচার্জ মুনিয়ার হোসেনকে আটক করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, দীর্ঘদিন ধরে ওএমএস এর চাল ও আটা কালোবাজারে বিক্রির অভিযোগের বিষয়ে নজরদারি করে আসছিলো তারা। যার অংশ হিসেবে গতরাতে গুদাম থেকে কয়েকটি ট্রাকে করে চাল পাচারের সময় হাতেনাতে ধরা হয়।
পরে কেন্দ্রীয় খাদ্য গুদামের ব্যবস্থাপকসহ দুই কর্মকর্তাকে আটক করা হলে, তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালানো হয়। সেখান থেকে আটটি ট্রাক ভর্তি ১১৫ টন চাল ও আটা জব্দ করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
Discussion about this post