বিডি ল নিউজঃ
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষেআমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার তিনদিনের সফরের সময় রাজপথকে ‘নো-ফ্লাইং জোন’ করার আমেরিকার প্রস্তাব বাতিল করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতেরপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২৬ জানুয়ারি দেশটির প্রজাতন্ত্র দিবস উপলক্ষেতিনদিনের ভারত সফর করবেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। তাই ওবামার নিরাপত্তা আরও বেশী জোরদার করতে আমেরিকা ভারত সরকারকে অনুরোধ করেছিল ২৬ জানুয়ারি রাজপথকে ‘নো-ফ্লাইং জোন’ করার।
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রধান অতিথি ওবামা। তার জন্য এখন থেকেই জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। কোনো রকমের ঝুঁকি নিতে রাজি নয় দেশটির কেন্দ্রীয় সরকার। কারণ এই সময় জম্মু-কাশ্মীরসহ দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার সতর্কবার্তা দিয়েছে ভারতীয় গোয়েন্দারা। একই কথা বলেছে আমেরিকার গোয়েন্দা সংস্থাও। তাই আরও বেশী তৎপর দু’দেশ। এরই মধ্যে ১৫ হাজার সিসিটিভি বসানো হয়েছে নয়াদিল্লিতে।
এমনিতে রাজপথের ওপর দিয়ে কোনো বিমান চলাচলের অনুমতি নেই। কোনো বিমান রাজপথ ও রাষ্ট্রপতি ভবনের উপর দিয়ে উড়তে পারে না। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সময় মাত্র দশ মিনিটের জন্য ভারতীয় বিমানবাহিনী ও নৌবাহিনীর বিমানের প্রদর্শনী হয়। এই ঐতিহ্যকে কোনোভাবেই বদলাতে রাজি নয় ভারত।
জানা গেছে, এই বছর ২৬ জানুয়ারি ১৮টি ফাইটার জেট, পাঁচটি এয়ারক্রাফ্ট ও ১০টি হেলিকপ্টার প্রদর্শনীতে থাকবে। যার মধ্যে থাকছে ভারতীয় নৌবাহিনীর প্রথম সুপারসনিক ফাইটার মিগ-২৯কে ও এয়ারফোর্সের সুখোই ৩০এমকেআই ও জাগুয়ার।
Discussion about this post