ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছুরিকাহত ওলামা লীগ সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালীকে দেখে গেলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সোমবার (২৪ আগস্ট) বেলা ২টার দিকে ঢামেক হাসপাতালের পুরানো ভবনের কেবিন ব্লকে চিকিৎসাধীন ওলামা লীগ নেতাকে দেখতে আসেন তিনি।
মন্ত্রী ওলামা লীগ সভাপতির পাশে বসে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
এ সময় সেখানে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জুম্মার নামাজ শেষে বেরিয়ে যাওয়ার সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালীকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরপরই সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ।





Discussion about this post