মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানকে প্রত্যাহারের জন্য এসপি’কে চিঠি দিয়েছেন রিটার্নিং অফিসার।
এর আগে, পৌরসভা নির্বাচনে সরকার দলীয় প্রার্থী ব্যতীত অন্যসব মেয়র প্রার্থীর আপত্তির মুখে তাকে প্রত্যাহার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।
কুলাউড়ায় বিএনপি প্রার্থী কামাল আহমদ জুনেদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফি আলম ইউনুছ ও জাতীয় পার্টির প্রার্থী মুহিবুর রহমান ওসিকে প্রত্যাহারের দাবিতে আবেদন করেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল বলেন, নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে একটি চিঠি পেয়েছি। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।




Discussion about this post