ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (১৮ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর-উস সাদিক চৌধুরী।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওয়াবদার সাবেক প্রদান প্রকৌশলী খন্দকার মনজুর মোরশেদের পক্ষে আইনজীবী মো. তানভীর আহমেদ এ রিট দায়ের করেন। রিটে এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা ওয়াসার এমডিসহ চার জনকে বিবাদী করা হয়।
আইনজীবী তানভীর আহমেদ বলেন, ‘যখন রিট করেছিলাম তখন এমডি নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। এজন্য প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল। এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তাই আবেদনকারীর পক্ষে এ বিষয়ে একটি সম্পূরক আবেদন করেছিলাম।

কোনো রিট আবেদন সরাসরি খারিজ হয়ে গেলে একই আবেদন নিয়ে হাইকোর্টের কোন্য কোনো বেঞ্চে যাওয়া যায় না। তবে আদালত তা ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করলে অন্য বেঞ্চে যাওয়ার সুযোগ থাকে।
প্রকৌশলী তাকসিম এ খান ২০০৯ সালে প্রথম ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান। এরপর ৬ষ্ঠ দফা তার চুক্তির মেয়াদ বাড়ায় ওয়াসা বোর্ড।
নতুন করে আরও ৩ বছরের জন্য তাকসিম এ খান ওয়াসার এমডি হওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র ব্যাপক সমালোচনা হয়।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকা ওয়াসা বোর্ড সভায় তাকসিম এ খানকে আরও তিন বছরের জন্য এমডি পদে নিয়োগের প্রস্তাব চূড়ান্ত করা হলে তা চ্যালেঞ্জ করে ২৪ সেপ্টেম্বর হাইকোর্টে এই রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোরশেদ।
Discussion about this post