বিডি ল নিউজঃ শনিবার দুপুরের দিকে কক্সবাজার শহরের উপকণ্ঠে খুরুশকুল ব্রিজের মাঝিরঘাটে এক কোটি ২০ লাখ টাকা মূল্যমানের ৩০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। এ সময় একটি ট্রলারট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়ার রাবার ড্যাম এলাকার লাল মিয়ার ছেলে আবুল হাশেম (৫০),কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার ফদনার ডেইল এলাকার আবদুল হাকিমের ছেলে লোকমান হাকিম (৪৫), নূর আহমদের ছেলে নজির আহমদ (৪০), ফজল করিমের ছেলে আবদুর রহিম (৩৮) ও কক্সবাজার বিমানবন্দর এলাকার কালা মিয়ার ছেলে জামাল হোসেন (৪০)।
সন্ধ্যা সাড়ে ৫টায় সংবাদ সম্মেলনে র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ এএসপি দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টায় এফবি সাইমুম-৩ নামে ট্রলারে তল্লাশি চালায় র্যাব। পরে ওই ট্রলারে মাছ ধরার জালের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই সময় ট্রলারসহ পাঁচজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য এক কোটি ২০ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Discussion about this post