কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ এক তরুণীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত তরুণীর নাম কান্তা আক্তার (২৪)। তার বাড়ি নারায়ণগঞ্জ সদরের নয়াপাড়া এলাকায়।
বুধবার বিকেলে গ্রেফতার ওই তরুণী নিজেকে র্যাম্প শোর মডেল বলে পরিচয় দিয়েছেন বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল গণমাধ্যমকে বলেন, তার কাছ থেকে ২০০ পিচ ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে ওই তরুণী বিমানবন্দরে প্রবেশ করেন। এ সময় তিনি হাত ব্যাগে করে কৌশলে এসব ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশি ফটকে ধরা পড়েন ওই তরুণী। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে গ্রেফতার দেখায়। সোমেন মণ্ডল জানিয়েছেন, কান্তা আক্তারকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post