বিডিলনিউজঃ কপিরাইট আইন না মেনে পাইরেসি এখন সারাদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সম্প্রতি, অবৈধভাবে পর্নো স্ট্রিম করে দেখার কারণে হাজারো জার্মান পর্নো মুভির দর্শককে কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে আইনি চিঠি পাঠানো হয়েছে। তাদেরকে এখন জরিমানা হিসেবে অর্থ দিতে হবে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সুইস কপিরাইট সংরক্ষণ সংস্থা দ্য আর্কাইভের পক্ষে জার্মানির আইনি সংস্থা আরম্যান (ইউ+সি) এ উদ্যোগটি নিয়েছে। তবে সংস্থাটি জানায়নি মোট কতজন ব্যক্তিকে এ রকম চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে জার্মানির একটি সংবাদপত্রের প্রতিবেদনে জানা গেছে, ১০ হাজারেরও বেশি ব্যক্তি এ রকম চিঠি পেয়েছেন। যদিও অনেকেই বিষয়টির সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করছেন। অন্যদিকে ইউ+সি দাবি করেছে, পর্নো-স্ট্রিমিং সাইট রেডটিউবের মাধ্যমে তারা কপিরাইট ভঙ্গকারীদের খুঁজে বের করছেন। তাদের পাঠানো চিঠি অনুযায়ী প্রত্যেক অভিযুক্ত ব্যক্তিকে গুণতে হবে ২৫০ ইউরো। তবে প্রসঙ্গটি নিয়ে এখনও আইনি সংস্থা ইউ+সি বা দ্য আর্কাইভ কোনো পক্ষই মন্তব্য করেনি এমনটাই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
Discussion about this post