বিডি ল নিউজঃ ধরুন আপনি বাজার থেকে নতুন একটা ঝাকানাকা টাইপ মুভি আনলেন। তো আপনার ইচ্ছে হল যে আপনি মুভিটা কপি করে কম্পিউটারে রেখে দিবেন। তো যেই ভাবা সেই কাজ আপনি কপি করতে বসে গেলেন। তারপর কপি শুরু তো হল কিন্তু শেষ হওয়ার তার কোন বিশেষ ইচ্ছা নাই বললেই চলে। 4 জিবি মুভি কপি করতে লেগে গেল পাক্কা দুই ঘণ্টা । তখন আপনার নিশ্চয় মনে চাইবে আলতো করে(কষাইয়া) কম্পিউটারটাকে একটা চড় লাগাতে। তো এই টাইপের প্রবলেম যাতে ফেস না করতে হয় অর্থাৎ কপি পেস্ট যাতে দ্রুত হয় সেজন্যই আজকের পোষ্ট।
- প্রথমে স্টার্ট মেনুতে যান(স্টার্ট মেনু হল নিচে উইন্ডোজ টাইপের যেই চিহ্নটা থাকে ওইটা)
- এবার ওখান থেকে সার্চবারে যান আর টাইপ করুন run
- এবার আরেকটা বক্স আসবে। এখানে লিখুন regedit। লিখে ok দিন।
- স্ক্রীনে এবার আরেকটা বক্স আসবে। এখান থেকে HKEY CLASSES ROOT এ যান।
- সেখান থেকে ALL FILE SYSTEM OBJECT এ যান। এবার Shellex এ যান।
- এখান থেকে Context Menu handlers এ মাউসের ডান বাটন ক্লিক করে দুটো key বানান।(বোর হয়ে গেছেন,চিন্তা নাই আর অল্প)
- দুটোর নাম দেন copy to ও move to।
- এবার ওই দুইটা ফোল্ডারে গিয়ে default এ দুইবার ক্লিক করে value data তে লেখেন C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13 (দুইটাতেই এটা লিখেন)।
- এবার ওখান থেকে বেরিয়ে যান। ব্যস,কাজ শেষ। নাও……ইঞ্জয় কপি অ্যান্ড পেস্ট।




Discussion about this post