বিডিলনিউজঃ শ্রীলংকায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার বেলা ২টা ১০ এ বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কলম্বোর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। এসময় শাহজালাল বিমানবন্দরে মন্ত্রিসভার সদস্য ও উচ্চ পদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
দলীয় সুত্রে জানা গেছে, শ্রীলঙ্কা থেকে ফিরে শেখ হাসিনা সর্বদলীয় সরকার গঠন করবেন।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের এই সম্মেলনে যোগ দেয়ার সময় নিউজি ল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসে ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।
পরদিন সকালে সরকার প্রধানদের বৈঠকের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন শেখ হাসিনা। দুপুরে সরকার প্রধানদের সম্মানে কমনওয়েলথ মহাসচিবের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
Discussion about this post