আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে কম বয়সী ছেলেকে বিয়ে করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার রাজ্যটির পুলিশ। ছেলেটির বয়স ১৭। আর গ্রেফতারকৃত নারীটির বয়স ২০।
ভারতে কমবয়সী মেয়েকে বিয়ে করার অভিযোগে পুরুষ স্বামীকে গ্রেপ্তারের খবর হরহামেশা পাওয়া গেলেও কম বয়সী ছেলেকে বিয়ে করার অভিযোগে কোন নারীকে গ্রেপ্তারের ঘটনা বিরল।
এই দম্পতির একটি পাঁচ মাসের কন্যা সন্তানও রয়েছে। নারীকে গ্রেপ্তার করার কারণে তাদের বাচ্চাটিও গত দুসপ্তাহ ধরে জেলখানায় রয়েছে। পুলিশ বলছে, ওই কিশোরের মায়ের পক্ষ থেকে তাদের কাছে অভিযোগ দায়েরের পর তারা ওই নারীকে গ্রেপ্তার করেছেন।
আটক নারীর বিরুদ্ধে শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ওই নারী বলেছেন, তাদের দুজনের সম্মতিতে এই বিয়ে হয়েছে। তার স্বামী প্রাপ্তবয়স্ক নয়- এই অভিযোগও তিনি অস্বীকার করেছেন।
তবে ভারতীয় আইনে ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই যৌন সম্পর্কের ব্যাপারে অনুমতি দিতে তাকে ১৮ বছর বয়সী হতে হবে। আর বিয়ের জন্যে নারীকে হতে হবে ১৮, পুরুষকে ২১। ফলে এই মামলায় অভিযুক্ত নারীর বিরুদ্ধে শিশু বিবাহ আইনেও মামলা দায়ের করা হয়েছে।




Discussion about this post