কমলাপুর রেলওয়ে স্টেশনে পাঁচটি সোনার বারসহ পলাশ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
তূর্ণা এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার কিছুপরই কমলাপুর স্টেশন থেকে পলাশকে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুর স্টেশনে পৌঁছার পর পলাশের দেহতল্লাশি করা হয়। এ সময় তার প্যান্টের বেল্টের ভেতর বিশেষ কায়দায় রাখা পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলোর মোট বাজার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি আব্দুল মজিদ।




Discussion about this post