আন্তর্জাতিক ডেস্ক: কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি হার্ট ও কিডনির জটিল সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে চিকিৎসা বোর্ড। তাকে দ্রুত কারাগার থেকে রাওয়ালপিণ্ডির কোনো উন্নত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় এক পত্রিকার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
গত রবিবার কারাগারে নওয়াজ শরিফের স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসা বোর্ড স্থানীয় কর্তৃপক্ষকে জানায়, সাবেক প্রধানমন্ত্রীর কিডনির অবস্থা মোটেও ভালো নয়। রক্তে নাইট্রোজেনের মাত্রা বিপজ্জনক মাত্রায় এবং অনিয়মিত চলছে হার্টবিট। পাশপাশি তিনি পানিশূন্যতায় ভুগছেন। এরই মধ্যে প্রচুর ঘামছেন তিনি।
কারাগারে নওয়াজ শরিফের এই জটিল চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই । ফলে চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে রাওয়ালপিন্ডির কোনো হাসপাতালে ভর্তি করার সুপারিশ করেছেন।
তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি পাকিস্তানের অন্তর্বর্তী সরকার।
উল্লেখ্য, গত ১৩ জুলাই যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই গ্রেপ্তার হন নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম শরিফ। ওইদিনই তাদের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাঠানো হয়। গত বছর দুর্নীতির অভিযোগে তিনি ক্ষমতাচ্যুত হন।
এর আগে চলতি মাসের শুরুতে সাবেক এই পাক প্রধানমন্ত্রীকে দশ বছরের কারাদণ্ড দেয় দেশটির দুর্নীতি দমন আদালত। সূত্র: এনডিটিভি
Discussion about this post