কেরানীগঞ্জে স্থানান্তরিত ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন গিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কারাগারে একটি উন্নত লাইব্রেরি স্থাপন করে কয়েদিদের বই পড়তে দেওয়ার নির্দেশ দেন।
আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে সাড়ে ৯টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন প্রধান বিচারপতি। পরে কারাগারের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমার (প্রধান বিচারপতির) ব্যক্তিগত কোনো ফান্ড নেই। তারপরও আমার পক্ষ থেকে আসামিদের এক লাখ টাকার বই দেওয়া হয়েছে। বইগুলো জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কাজী নজরুল ইসলামের উপর লেখা। এছাড়াও বাইরের কিছু বই রয়েছে তা বাংলায় অনুবাদ করা।
এ সময় প্রধান বিচারপতি আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে কারাগারে একটি উন্নত লাইব্রেরি করে কয়েদিদের বইগুলো পড়তে দেওয়ার নির্দেশ দেন।
এছাড়া পিলখানায় বিডিয়ার বিদ্রোহের বিচার দ্রুত নিষ্পত্তি হবে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
প্রধান বিচারপতি বলেন, কেরানীগঞ্জে আটক বন্দীদের মধ্যে বিডিয়ার বিদ্রোহ মামলার আসামিই বেশি। বিষয়টি আমি আমলে নিয়েছি। খুব দ্রুতই এই মামলার আপিলের শুনানিও নিষ্পত্তি হবে।




Discussion about this post