বিডিলনিউজঃ দেশের কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা বিপক্ষে তা পাকিস্তানের নিন্দা প্রস্তাবের মধ্য দিয়েই প্রমাণিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি খালেদা জিয়া ও ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে বলেন, তারা সহ (খালেদা জিয়া ও ড. মুহাম্মদ ইউনূস) দেশের কিছু বুদ্ধিজীবীরা পাকিস্তানের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে চুপ থাকার কারণ হল তারা যুদ্ধাপরাধীদের বিচার চান না।
কামরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য নয়, দেশকে পাকিস্তানের মতো অকার্যকর করার জন্য বিএনপি আন্দোলন করছে। আমরা যেমন মুক্তিযুদ্ধে ব্রিজ ভেঙেছি পাক বাহিনীর চলাচলে বাধা দেয়ার জন্য, আজ বিএনপি-জামায়াত রেলের স্লিপার খুলে ফেলছে সাধারণ মানুষকে হত্যা করার উদ্দেশ্যে। তাদের জন্মই হয়েছে পাকিস্তানের আইএসআইয়ের টাকায়। এ সময় ‘পাকিস্তানের এজেন্ট বিএনপি-জামায়াত’কে রুখতে জনগণকে একাত্তরের মতো আবার যুদ্ধে নামার আহ্বান জানান তিনি।
Discussion about this post