বিডি ল নিউজ: ‘উড়তা পঞ্জাব’ ছবিতে বলিউড অভিনেত্রী করিনা কপূরের সঙ্গে একই স্ক্রিনে দেখা যাবে আলিয়া ভট্টকে। করিনার সঙ্গে একই ছবিতে অভিনয় করার সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে করেন আলিয়া। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি বলেছেন, করিনা ‘রিয়েল লাইফে’ তাঁর ‘আইডল’। তাই করিনার সঙ্গে একই ছবিতে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করেন তিনি। করিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করায় স্বভাবতই খুশি আলিয়া জানিয়েছেন এই প্রজেক্টটি তাঁর কাছে একটি ‘বিগ ডিল’।
আলিয়া জানিয়েছেন, ছবির সেটে একদিনেই করিনার থেকে অনেক কিছু শিখেছেন তিনি। শুধু অভিনয় দক্ষতাই নয়, মানুষ হিসেবেও করিনার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া। তাঁর কথায়, তারকা সুলভ আচরণ খুব একটা নেই করিনার।
প্রসঙ্গত, ২২ বছর বয়সী এই অভিনেত্রী করন জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপোলি দুনিয়ায় পা রাখেন। তাঁর এই আসন্ন থ্রিলার ছবি ‘উড়তা পঞ্জাব’-এর পরিচালক অভিষেক চৌবে। মূলত রাজ্যে ড্রাগের নেশা ও এর সমস্যা নিয়েই এই ছবির চিত্রনাট্য নির্মিত। এই ছবিতে আলিয়া ও করিনা ছাড়াও অভিনয় করেছেন শাহিদ কপূর।”এবিপি আনন্দ




Discussion about this post