ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই এলাকায় কার্ভাডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন।
এতে আহত হয় আরো চার জন।
নিহতরা হলেন, অটোরিকশা যাত্রী উপজেলার কুশিয়ারা গ্রামের আ. মান্নান মোল্লার ছেলে আ. করিম (২৮) ও আবুল কালাম (২২)।
আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারাও অটোরিকশার যাত্রী ছিলেন।
মৃতেদেহ ও দুঘর্টনাকবলিত গাড়ি দুটি দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে।
Discussion about this post