বিডি ল নিউজঃ বুধবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলায় ভাতগাঁও ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মালবাহী ট্রাকে পেট্রল বোমা মেরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চালকসহ ৩ জন দগ্ধ হয়েছে।আহতদের চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দিনাজপুর-পঞ্চগড় সড়কের কাহারোল উপজেলার ভাতগাঁ ব্রিজ এলাকায় কাচবাহী একটি ট্রাকে পেট্রল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে মুহূর্তেই ট্রাকের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে চালক ও আরো ২ জন দগ্ধ হয়।পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথ্বিশ কুমার সরকার জানান,তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।




Discussion about this post