রাজধানীর খিলগাঁওয়ে ১২ বছর বয়সী এক কিশোরীকে উত্যক্ত করার সময় আটক মনির উদ্দিন জামান নামে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে ৠাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৪ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে উত্যক্ত করার সময় হাতেনাতে আটক করা হয় তাকে।
এ ঘটনায় আটক আরও ছয় কিশোরকে তাদের অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার সময় ওই কিশোরীকে উত্যক্ত করা হতো বলে তার পরিবারের অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে হাতেনাতে আটক করা হয় তাদের।




Discussion about this post