এস এইচ সৈকত, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টঃ মৌলভীবাজার সদর উপজেলার কীটনাশক পান করে হুসাইন মিয়া (৩০) নামে এক নির্মাণ শ্রমিক মৃত্যু হয়েছে। আজ (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু
হয়। মৃত হুসাইন মিয়া উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর এলাকার শামছু মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের
জের ধরে বৃহস্পতিবার রাতে সবার অজান্তে হুসাইন তার নিজ কক্ষে কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল ভর্তি করে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমা বেগম বিষযটি নিশ্চিত করে বিডি ল নিউজকে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Discussion about this post