কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘দৈনিক আমাদের সময়’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম জোবায়েরকে লাঞ্ছনাকারী বাংলাদেশ ছাত্রলীগ, চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মোস্তফা কামাল সুজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এছাড়াও একই অপরাধে ঐ বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেন সৌরভ ও দীন ইসলাম লিখনকে ছাত্রলীগ থেকে কেন বহিষ্কার করা হবেনা- বলে পরবর্তী ৩৬ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি মো: সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোস্তফা কামাল সুজন-কে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চাঁদপুর জেলা শাখা) সাময়িক বহিষ্কার এবং একই অভিযোগে ৭ম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেন সৌরভ (এ. আই. এস ৭ম ব্যাচ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়) এবং দীন ইসলাম লিখন (এ. আই. এস ৭ম ব্যাচ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়)-কে কেন ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হবেনা তা আগামী ৩৬ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
জানা যায়, শনিবার (১৩ মে) বাংলাদেশ ছাত্রলীগ কুবি শাখার প্রথম বার্ষিক সম্মেলন শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জোবায়েরকে শারিরিকভাবে লাঞ্ছিত করে উল্লেখিত ছাত্রলীগ নেতা ও কর্মীরা । ঘটনার পর ঐ সংবাদকর্মী তাৎক্ষনিকভাবে সম্মেলনে যোগ দিতে আসা কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দেন। এসময় ছাত্রলীগ সভাপতি মো: সাইফুর রহমান সোহাগ বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে রোববার সকালে উক্ত ঘটনার ভুক্তভোগী সাংবাদিক নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রক্টরের নিকট লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে প্রক্টর ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বিডি ল নিউজ কে জানান, ‘আমি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’





Discussion about this post