মঈন উদদীন ইলাহী, কুবি প্রতিনিধি,কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতির নির্বাচন ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ বছর শিক্ষক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তিনটি প্যানেল।
নির্বাচনে নীল দল (প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ), সাদা দল (জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপি-জামায়াত সমর্থিত) এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শিক্ষক জোট নামে আলাদা তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে।
এরইমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্ব-স্ব প্যানেলের অধীনে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৮ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা এবং ৯ জানুয়ারি প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে শিক্ষক সমিতির নির্বাচনকে সামনে রেখে কুবি শিক্ষকদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ শিক্ষক জোট নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
শিক্ষক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুলফিকার আলী।
Discussion about this post