বিডি ল নিউজঃ কুমিল্লায় নাশকতার অভিযোগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে করা আপিল আবেদনের শুনানি আগামী রোববার (১০ জুন) পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
উভয়পক্ষের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার (৭ জুন) বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
এর আগে গত ৫ জুন জামিন আবেদন দাখিলকারী আইনজীবী মাসুদ রানা জানিয়েছিলেন , ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে এ মামলা করে। গত ২৮ মে কুমিল্লার একটি আদালতে গ্রেফতার দেখানো পূর্বক জামিন আবেদন করেন খালেদা জিয়া। আদালত সে আবেদন নামঞ্জুর করে ৮ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ওই আদেশের বিরুদ্ধে এবং জামিন চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। এদিকে একই মামলা বাতিলে হাইকোর্টে আরওএকটি আবেদন বিচারাধীন রয়েছে। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের দণ্ড নিয়ে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন।
Discussion about this post