বিডি ল নিউজঃ রেলওয়ের লাকসাম লোকোশেডের ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী কাজী মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাতের দিকে নাঙ্গলকোট রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।
এতে একটি লাইন বন্ধ থাকলেও স্টেশন এলাকার বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানান তিনি।
মিজানুর রহমান বলেন, “লাইনচ্যুতির খবর পেয়ে লাকসাম লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন সকালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।”
দুপুরের মধ্যে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি সরিয়ে দুটি লাইনই চালু করা যাবে বলে আশা প্রকাশ করেন রেলের এই প্রকৌশলী।
Discussion about this post