
বিডি ল নিউজঃ সবাই কে অবাক করে দিয়ে কুমিল্লা টাউনহল মাঠের আজকের সমাবেশে ভাষণ দিয়েছেন সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান। সশরীরে তারেক রহমান নয়, সমাবেশে উপস্থিতদের উদ্দেশে চালু করা হলো তারেক রহমানের ভিডিও। এতে করে প্রত্যন্ত অঞ্চলের কর্মী-সমর্থকরা মঞ্চের দিকে হুমড়ি খেয়ে পড়েন। তাদের কাউকে কাউকে এমনও বলতে শোনা গেছে- ‘তারেক রহমান আবার কখন এলেন!’ শনিবার দুপুরে জনসভা শুরুর কিছুক্ষণ পর নেতাকর্মীদের চাঙ্গা করতেই ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লন্ডনে দেয়া তারেক রহমানের বক্তব্যের রেকর্ডটি চালানো হয়। ধারণকৃত বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশে এক দলীয় শাসননব্যবস্থা চলছে। এদেশের মানুষ আজ অসহায়। খুন, হত্যা, রাহাজানি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে অভিযোগ করে তিনি বলেন, ঘরে-বাইরে কেউ নিরাপদ নয়। এ অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ প্রশাসনকে নিজেদের কর্মী হিসেবে ব্যবহার করছে।তিনি বলেন, সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণ এ স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেতে চায়। এখন বিএনপির একটাই কাজ জনগণকে ঐক্যবদ্ধ করে এ সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা। দ্রব্যমূল’র ঊর্ধ্বগতির সমালোচনা করে তারেক রহমান বলেন, আমাদের আমলে সাধারণ মানুষ খেয়ে-পড়ে সুখে শান্তিতেই ছিলো। এখন দ্রব্যমূল্য’র ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। তারেক রহমানের ধারণকৃত বক্তব্য প্রচারের পর সভামঞ্চে বক্তব্য দেন স্থানীয় ২০ দলীয় জোটের নেতারা। সভায় সভাপতিত্ব করছেন কুমিল্লা(দক্ষিণ) জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরী।
Discussion about this post