মইন উদ্দিন ইলাহী,কুবি সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ইং শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির C ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল কারিগরি ত্রুটির কারনে বাতিল করা হয়েছে।
মঙ্গলবার সন্ধায় বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের ভর্তি পরীক্ষার আহবায়ক ড. মুহাম্মদ আহসান উল্যাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয় কারিগরি ত্রুটির কারনে C ইউনিটের ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা ২০১৫-১৬ এর পূর্বের প্রকাশিত ফলাফল বাতিল করা হল।এ বিষয়ে C ইউনিটের ভর্তি পরীক্ষার আহবায়ক ড. মুহাম্মদ আহসান উল্যাহ বলেনঃ “কারিগরি ত্রুটির কারনে C ইউনিটের ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষাঃ ২০১৫-১৬ এর পূর্বের প্রকাশিত ফলাফল বাতিল করা হয়েছে,তবে অতি শীঘ্রই C Unit এর সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে”। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়টির নিজেস্ব ওয়েবসাইট ( www.cou.ac.bd) তে পাওয়া যাবে।




Discussion about this post