এস এইচ সৈকত, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বিডি ল নিউজঃ
মৌলভীবাজারঃ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু রেল স্টেশন এলাকা থেকে এক হাজার ৮শ’ পিস ভারতীয় গোপাল জর্দা, একটি অটোরিকশা ও বাইসাইকেলসহ আব্দুল মজিদ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক আব্দুল মজিদ চাঁদপুরের আরিছাঘাট এলাকার আব্দুছ ছাত্তারের ছেলে।
চাতলাপুর কোম্পানি সদর নায়েব সুবেদার আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বিডি ল নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মনু রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৮শ’ পিস গোপাল জর্দা, একটি অটোরিকশা (সিলেট থ ১২-৪৬৭০) ও একটি বাইসাইকেলসহ আব্দুল মজিদকে আটক করে বিজিবি।
আটক মালামালের আনুমানিক বাজার মূল্য সাত লাখ ১৪ হাজার টাকা বলে জানা গেছে। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
Discussion about this post