রোকনুজ্জামান, কুষ্টিয়া প্রতিনিধি, বিডি ল নিউজঃ
কুষ্টিয়ার দৌলতপুরের কান্দিও পাড়া এলাকা থেকে অস্ত্র, ম্যাগজিনসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার ০৫ টার দিকে উপজেলার কান্দির পাড়া গ্রামের জুলহাস (৩০) পিতাঃ- ফরমান বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার করেন। এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি পিস্তুল, ১টি ম্যাগজিন। র্যাব সূত্র জানায়, অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ হোসেনাবাদ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় র্যাব সদস্যরা উপজেলার মরিচা ইউনিয়নের ফারাকপুর ভাংগাপাড়া গ্রামের ভাদু মন্ডলের ছেলে সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী নাজমূল হাসান (শিমূল )(২৮) পিতাঃ মোঃ শেখুল গ্রামঃ- জামালপুর এবং কমল আল বিপ্লব(২০) পিতা মোঃ মনিরুজ্জামান (পিন্ট)ু গ্রামঃ- জামালপুর মোঃ উভইকে আটক করে। এবং তাদের কাছ থেকে অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার করে। বর্তমানে তাদের হোসেনাবাদ র্যাব ক্যাম্পে থেকে কুষ্টিয়া র্যাব ক্যাম্পে হস্তান্তর করেন।
Discussion about this post