বিডি ল নিউজঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করায় ‘সুয়েড-ডিইউ ট্রাস্ট স্বর্ণপদক’ লাভ করেছেন ৫ শিক্ষার্থী। এছাড়া বৃত্তি লাভ করেছেন ১৮ জন শিক্ষার্থী।
স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, আফসানা পারভীন (জেবুন্নেছা-আলতাফ মেমোরিয়াল গোল্ড মেডেল), হামিম তাবাসসুম প্রভা (জেবুন্নেছা-আলতাফ মেমোরিয়াল গোল্ড মেডেল), নাদিয়া নূর (ড. এম ও গনি মেমোরিয়াল গোল্ড মেডেল), খাদিজা তাহেরা খান (শামসুল আরেফিন চৌধুরী গোল্ড মেডেল) এবং উম্মে ফারহানা খুশি (এম এ বাসিত মেমোরিয়াল গোল্ড মেডেল)।
‘ড. সাহাব বাসিত বৃত্তি’ প্রাপ্তরা হলেন মোসা. ইতি খানম, মো. বাদশা আলম, মো. মামুন হাওলাদার, মো. বায়োজিদ হোসেন, মো. বেনি আমিন সাদ্দাম, মাইমুনা কাজী, আফরোজা নাসরিন, মো. শারাফত হোসাইন, কাজী মো. জাহাঙ্গীর কবির, পুস্পিতা চৌধুরী ও মো. দেলোয়ার হোসেন। বিভাগের অন্য ৭ জন শিক্ষার্থী যথাক্রমে ‘ড. এফ আর খান স্মৃতি বৃত্তি’, ‘মো. বাহাউদ্দিন চৌধুরী স্মৃতি বৃত্তি’, ‘মরিয়ম বেগম খান স্মৃতি বৃত্তি’, ‘এস এম ইমামুল হক বৃত্তি’ এবং সেলিমা খাতুন বৃত্তি’ লাভ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শনিবার বিভাগীয় মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও বৃত্তির চেক তুলে দেন।




Discussion about this post