সিএনএন জানিয়েছে, ফেইসবুকের নতুন ‘মোমেন্টস অ্যাপ’ ব্যবহারকারীর ফেইসবুক বন্ধুরা রয়েছেন এমন ছবি খুজেঁ বের করবে। এরপর ব্যবহারকারী ছবিগুলো শেয়ার করতে পারবেন। ছবি শনাক্ত করতে অ্যাপটি ফেইসবুকের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ল্যাবে বানানো ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করবে।
চলতি বছর মে মাসে বের হওয়া গুগলের নতুন ফটোস অ্যাপের সঙ্গে মোমেন্টস অ্যাপটির কিছু ফিচারের মিল রয়েছে। তবে, অ্যাপের বিবরণের ক্ষেত্রে ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’- কথাটি খুব সতর্কতার সঙ্গে এড়িয়ে গেছে গুগল।
আর্টফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে ভবিষ্যতে আরও কিছু ফিচার আনার চেষ্টা করছে ফেইসবুক। ইতোমধ্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যবহারকারীদের সাহায্য করতে নতুন উপায় নিয়ে পরীক্ষা চালাচ্ছে তারা।
Discussion about this post