নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটরে বেপরোয়া গতির বাসের চাপায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় প্রধান আসামি বাসচালক মোরশেদ গ্রেফতার হয়েছেন।
আজ সোমবার মিরপুরের কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের ঢাকা মেট্রোর উত্তর বিভাগের এসপি বশির আহমেদ বলেন, তাকে আজই আদালতে সোপর্দ করা হবে।
এর আগে গত বুধবার এই ঘটনায় ট্রাষ্ট পরিবহনের বাস মালিক ও চালক এবং হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পা হারানো ওই নারীর স্বামী রাধেশ্যাম। মামলা নম্বর ৩৭। মামলাতে বাস চালক, মালিক ও হেলপারকে আসামি করা হয়েছে।
মামলার বাদী রাধেশ্যাম বলেন, আমার স্ত্রীকে বাসচাপা দেয়া দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বাসের মালিক জরিমানা বাবদ ২ লাখ টাকা দিতে চেয়েছিলেন, আমরা টাকা চাই না। তবে এ মামলায় বাসের চালক,মালিক ও হেলপারের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বাংলামোটরে ট্রাস্ট পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে কৃষ্ণা রানীর পায়ের উপর উঠে যায়। ওই দিন সন্ধ্যায় অপারেশন করে বাসচাপা পড়া কৃষ্ণার পা কেটে ফেলেন চিকিৎসকরা। অপারেশন শেষে বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিস্তারিত আসছে…




Discussion about this post