বিডি ল নিউজঃ সাকিবের অভাবের আইপিএল-৮ থেকে ছিটকে গেল কলকাতা নাইটস রাইডার্স। এমনটাই মনে করেন ভারতীয় সাবেক ক্রিকেটার দীপ। এ ভাবে টুর্নামেন্ট থেকে কেকেআরকে ছিটকে যেতে হল সাকিবের কারণে বলেও মনে করেন তিনি।
তিনি জানান, আইপিএল-৭ এ কেকেআর যে চ্যাম্পিয়ন হয়েছিল, তার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু বাংলাদেশ অলরাউন্ডারের ছিল। ও থাকা মানে মিডল অর্ডার ব্যাটিংটা শক্তিশালী হবে। আবার বোলিংয়েও চারটে ওভার করিয়ে দেওয়া যাবে। আর সেই সাকিবকেই এ বার সাত-আটটা ম্যাচ পেল না কেকেআর। মাঝের এই সময়টায় নাইটরা কয়েকটা ম্যাচ হেরে গেল। কখনও কখনও দেখলাম, জোহান বোথাকে নামানো হল ওর বদলি হিসেবে। কিন্তু লাভ হল না। ধাক্কাটা যেমন ছিল, তেমনই থেকে গেল।
রাজস্থান রয়্যালসের কাছে শনিবার ৯ রানে হেরে আইপিএল-৮ থেকে ছিটকে যাই কলকাতা।
Discussion about this post