বিডি ল নিউজঃ ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার গুলশান কার্যালয় সূত্র জানায়, ঘটনার আকস্মিকতায় নিথর হয়ে পড়েছেন তিনি। খালেদা জিয়ার মিডিয়া উইং সুত্র জানায়, প্রথমে ভাইয়ের স্ত্রী’র (কোকোর মামী) কাছে দুঃসংবাদটি শোনেন খালেদা। এরপর ম্যাডামের (খালেদা) কী অবস্থা তাতো বুঝতেই পারছেন। গুলশানের অপর সূত্র জানান, খবরটি পেয়ে প্রথমে খালেদা বুঝতে পারছিলেন না কিছু। পরে যখন নিশ্চিত হলেন যে, সন্তান হারিয়েছেন তিনি, মানসিক আঘাতে নিস্তব্ধ হয়ে পড়েন খালেদা। খালেদার শোক-বিহ্বল অবস্থা দেখে উপস্থিত অন্যরা সান্ত্বনা দেওয়ার কথাও যেন প্রথমে ভুলে গেলেন।
ইতোমধ্যেই গুলশান কার্যালয়ে এসেছেন খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই মরহুম সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন সাঈদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।
এ ছাড়া, দলীয় নেতাদের মধ্যে ইতোমধ্যেই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান ও নির্বাহী কমিটির সদস্য জেবা রহমান। আরও এসেছেন ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা ইয়াসমিনসহ নেতাকর্মীরা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান।
Discussion about this post